ইমরান খান, পাকিস্তানের ইতিহাসের অন্যতম এক সাহসী প্রেসিডেন্ট। তিনি বলেছেন, প্রেসিডেন্টের গদি ছাড়বেন কিন্তু অন্য কোনো দেশের গোলামি করবেন না। পার্লামেন্টের সকল সদস্য যখন টাকা কিংবা অন্য কোনো কিছুর মাধ্যমে বিক্রি হয়েছেন তখন একজন সৎ নেতা আলি মোহাম্মত খান দাড়িয়ে বজ্র কন্ঠে ইমারান খানের পক্ষে কিছু কথা সবার উদ্দেশ্যে বলে গেলেন । তিনি বলেন, ইমারান খান দুর্নীতিকে নির্মুল করতে চেয়েছেন, ইসলাম কায়েম করতে চেয়েছে, এটাই ছিল ইমরান খানের অপরাধ। দেশের স্বার্থে বড় বড় রাস্ট্রের সামনে চোখে রেখে “না” বলেছিলেন, এটাই ছিল তার অপরাধ। তিনি আরও বলেন, সময় প্রমাণ করে দিবে কে সাহসী, কে সিংহপুরুষ
পাকিস্তানের দুই সিংহপুরুষ ইমরান খান ও আলি মোহাম্মত খান
