প্রত্যয় দিয়ে শব্দ গঠন । বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি নবম-দশম শ্রেণি । Nahid Hasan Munnna

শব্দ ও ধাতুর পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়, সেগুলােকে প্রত্যয় বলে। যেমন – পঠ+অক=পাঠক; দিন+ইক = দৈনিক; দু+অনা = দোলনা; কৃ+তব্য = কর্তব্য। শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয়, সেগুলােকে তদ্ধিত প্রত্যয় বলে। তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলে তদ্ধিতান্ত শব্দ। উপরের উদাহরণে, অক’ ও ‘ইক’ তদ্ধিত প্রত্যয় এবং শিক্ষক’ ও ‘দৈনিক’ হলাে তদ্ধিতান্ত শব্দ।

অন্যদিকে ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয়, সেগুলােকে কৃপ্রত্যয় বলে। কৃপ্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলে কৃদন্ত শব্দ। উপরের উদাহরণে, অনা’ ও ‘তব্য হলাে কৃপ্রত্যয় এবং দোলনা ও কর্তব্য হলাে কৃদন্ত শব্দ। প্রত্যয়ের নিজস্ব কোনাে অর্থ নেই। তবে প্রত্যয় যুক্ত হওয়ার পরে অনেক সময়ে শব্দের অর্থ ও শ্রেণিপরিচয় বদলে যায়। নিচে প্রত্যয় দিয়ে গঠিত শব্দের উদাহরণ দেওয়া হলাে:

প্রত্যয় যােগ করলে শব্দের অর্থ অনেক সময়ে বদলে যায়, যেমন – অবজ্ঞা অর্থে: চোরচোরা, বৃহৎ অর্থে ডিঙি→ডিঙা, সদৃশ অর্থে: বাঘবাঘা, আগত অর্থে দখিনদখিনা, আদর অর্থে: কানু কানাই, জাত অর্থে: ঢাকা → ঢাকাই, ভাব অর্থে: ইতর → ইতরামি, নিন্দা অর্থে: জেঠা → জেঠামি, ভাব অর্থে: বাহাদুর → বাহাদুরি, পেশা অর্থে: ডাক্তার → ডাক্তারি, মালিক অর্থে: জমিদার → জমিদারি, উপকরণ অর্থে: মাটি → মেটে, নৈপুণ্য অর্থে: না → নেয়ে, রােগগ্রস্ত অর্থে: বাত → বেতাে, যুক্ত অর্থে: টাক → টেকো, সংশ্লিষ্ট অর্থে: গাঁ → গেঁয়াে।

অনুশীলনী

১. ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় তাদের কী বলে?

ক. কৃৎ প্রত্যয়

খ. তদ্ধিত প্রত্যয়

গ. কৃদন্ত শব্দ

ঘ. তদ্ধিতান্ত পদ

২. তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কী বলে?

ক. প্রত্যয়

খ. প্রকৃতি

গ, মৌলিক শব্দ

ঘ. তদ্ধিতান্ত শব্দ

৩. নিচের কোনটি তদ্ধিতান্ত শব্দের উদাহরণ?

ক. খেলনা

খ. নাগর

গ. গমন

ঘ. পড়া

৪. নিচের কোনটির নিজস্ব অর্থ আছে?

ক, প্রত্যয়

খ. উপসর্গ

গ, শব্দ

ঘ. বচন

৫. নিচের কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ?

ক. ভাজি

খ. বিবাহিত

গ. দৈনিক

ঘ. পাগলামি

৬. নিচের কোন শব্দটি উয়া’ প্রত্যয় যােগে গঠিত?

ক. লাগােয়া

খ. ঘরােয়া

গ. পড়ুয়া

ঘ. বাড়িওয়ালা

৭. অবজ্ঞা অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে?

ক, কানাই

খ, গেঁয়াে

গ. চোরা

ঘ. বেতাে

 

This article is written by :

Nahid Hasan Munna

University of Rajshahi

FOUNDER & CEO OF NAHID24

Follow him on FacebookInstagramYoutubeTwitterLinkedin

 

Leave a Comment