বচন । বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি নবম-দশম শ্রেণি । Nahid Hasan Munnna

একের বেশি সংখ্যা বােঝাতে যেসব লগ্নক বিশেষ্য বা সর্বনামের সঙ্গে যুক্ত হয়, সেগুলােকে বচন বলে। যেসব শব্দের সঙ্গে বহুবচন লগ্ন যুক্ত হয় না, সেগুলােকে একবচন শব্দ এবং যেগুলাের সঙ্গে বহুবচন লগ্নক যুক্ত হয় সেগুলােকে বহুবচন শব্দ বলা হয়।

একবচন শব্দের উদাহরণ:

শিক্ষক ক্লাসে এসেছেন।

বইটা কোথায় হারিয়ে গেল?

এখানে প্রথম বাক্যের শিক্ষক’ শব্দের সঙ্গে কোনাে লগ্নক যুক্ত হয়নি। দ্বিতীয় বাক্যে বই’ শব্দের সঙ্গে যুক্ত ‘টা’ একটি নির্দেশক। এর সঙ্গেও কোনাে বহুবচন লগ্ন যুক্ত হয়নি।

বহুবচন শব্দের উদাহরণ:

মাঝিরা নৌকা চালায়।

কলমগুলাের দাম অনেক।

এখানে প্রথম বাক্যের একবচন মাঝি’ শব্দের সঙ্গে ‘রা লগ্নক যুক্ত হয়ে বহুবচন ‘মাঝিরা হয়েছে। একইভাবে দ্বিতীয় বাক্যে -গুলাে লগ্নক যুক্ত হয়ে বহুবচন কলমগুলাে হয়েছে। ক) -রা’, ‘-এরা’, ‘গুলাে’, ‘-গুলি’, ‘দের’ ইত্যাদি লগ্ন যুক্ত হলে শব্দটির বহুবচন হয়। যেমন –

ক) রা – ছাত্ররা, ধনীরা এরা – ভাইয়েরা, শিক্ষকেরা গুলাে – ফুলগুলাে, গরুগুলাে গুলি – বইগুলি, ঘরগুলি

দের – ছেলেদের, মেয়েদের।

খ) কিছু একবচন শব্দ বহুবচন হওয়ার সময়ে কাঠামােগত পরিবর্তন ঘটায়। যেমন –

একবচন – আমি, বহুবচন – আমরা একবচন – তুমি, বহুবচন – তােমরা একবচন – সে, বহুবচন – তারা।

একবচন – তিনি, বহুবচন – তারা।

গ) প্রাণী বা বস্তুর নামকে বহুবচন করতে ‘-সব’, ‘সমূহ’, ‘-আবলি’, ‘মালা’ ইত্যাদি লগ্নক যােগ করতে হয়। যেমন –

সব – ভাইসব, পাখিসব সমূহ – গ্রন্থসমূহ, বৃক্ষসমূহ

আবলি – নিয়মাবলি, রচনাবলি

মালা – মেঘমালা, পর্বতমালা।

ঘ) মানী পক্ষের বহুবচন করার সময়ে গণ, বৃন্দ’, ‘মণ্ডলী’, ‘বর্গ ইত্যাদি লগ্নক যােগ করা হয়। যেমন –

গণ – সদস্যগণ, সচিবগণ বৃন্দ – দর্শকবৃন্দ, শিক্ষকবৃন্দ মণ্ডলী – সুধীমণ্ডলী, সম্পাদকমণ্ডলী

বর্গ – পণ্ডিতবর্গ, মন্ত্রীবর্গ। অনেক ক্ষেত্রে বচন লগ্নক ব্যবহৃত না হলেও বহুবচন হতে পারে। যেমন –

বাজারে লােক কম।

মৌমাছি মৌচাক বানায়।

সমাজে নারীর ক্ষমতায়ন নিয়ে তিনি গবেষণা করছেন।

অনুশীলনী

 ১. একাধিক সংখ্যা বােঝাতে যেসব লগ্নক বিশেষ্য বা সর্বনামের পরে যুক্ত হয়, তার নাম –

ক. বচন

খ. যােজক

গ. আবেগ

ঘ. পদাণু

২. নিচের কোনটি একবচন?

ক. আমি

খ. বইগুলি

গ. মাঝিরা

ঘ. কলমগুলাে

৩. মানী লােকের বেলায় বহুবচনে কী লগ্নক ব্যবহৃত হয়?

ক, বৃন্দ

খ. মালা

গ. সব

ঘ. রাজি

৪. নিচের কোন বাক্যে বহুবচন ব্যবহৃত না হয়েও বহুবচন বােঝাচ্ছে?

ক. মৌমাছি মৌচাক বানায়

খ. ছাত্ররা এসে জড়াে হয়েছে

গ. এ নিয়ে আমাদের বলার কিছু নেই

ঘ. হাজার হাজার কৃষক ফুলের চাষ করেন

৫. পর্বত’ শব্দকে বহুবচন করতে কোন লগ্নটি ব্যবহৃত হয়?

ক. কুল

খ. সব

গ. সমূহ

ঘ. মালা

 

This article is written by :

Nahid Hasan Munna

University of Rajshahi

FOUNDER & CEO OF NAHID24

Follow him on FacebookInstagramYoutubeTwitterLinkedin

 

Leave a Comment