- আবেদন শুরু : ১৫/১১/২০২১
- আবেদন শেষ : ২৫/১১/২০২১
- গুচ্ছ পরীক্ষায় প্রাপ্ত ১০০ নম্বর ও এসএসসি জিপিএ উপর ৪০% এইচএসসি জিপিএ উপর ৬০% নম্বর নিয়ে
- ২০০ নাম্বার মেধা তালিকা প্রকাশ করা হবে।
- ইউনিট -১ (বিজ্ঞান শাখা) জিপিএ -৮ [ ৪র্থ বিষয়সহ কোনো পরীক্ষায় ৩.৫ নিচে থাকলে আবেদন করতে পারবে না ]
- ইউনিট -২ (মানবিক শাখা) জিপিএ- ৭ [ ৪র্থ বিষয়সহ কোনো পরীক্ষায় ৩ থাকলে আবেদন করতে পারবে না ]
- ইউনিট -৩ (বানিজ্য শাখা) জিপিএ -৭.৫০ [ ৪র্থ বিষয়সহ কোনো পরীক্ষায় ৩ থাকলে আবেদন করতে পারবে না ]
- আবেদন ফি -৬০০/- টাকা।
- সাবজেক্ট ভিত্তিক মার্কস নেই।
- সেকেন্ড টাইমার নেই তবে ইম্প্রুভমেন্ট স্টুডেন্টরা আবেদন করতে পারবে ।
-
আবেদনের ওয়েবসাইটঃ https://admission.jnu.ac.bd
কমন কিছু প্রশ্নের উত্তর:
- ভাইয়া সাব- ওয়াইস মার্ক লাগবে না? উত্তর : না। মোট নম্বরে যে এগিয়ে সে চান্স পাবে।
- ভাইয়া, মোট নম্বর কিভাবে হিসাব করবে? উত্তর : এডমিশনে প্রাপ্ত নম্বর + এসএসসি জিপিএ ৪০%+ এইচএসসি জিপিত্র ৬০% টোটাল ২০০ নম্বরের মধ্যে মেধাতালিকা হবে।
- ভাইয়া এত নম্বরে কি জবিতে আসবে? উত্তর : এটা সিউরলি বলা যাচ্ছে না। বাট যারা ১৫০ + বা ১৫০ এর কাছাকাছি তারা এপ্লাই করতে পারো।