উপসর্গ দিয়ে শব্দ গঠন । বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি নবম-দশম শ্রেণি । Nahid Hasan Munnna

যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলােকে উপসর্গ বলে। অজানা (অ+জানা), অভিযােগ (অভি+যােগ), বেতার (বেতার) প্রভৃতি শব্দের অ’, ‘অভি’, ‘বে’ হলাে উপসর্গ। অনেক সময়ে শব্দের শুরুতে একসঙ্গে একাধিক উপসর্গ বসতে পারে। যেমন, সম্প্রদান’ শব্দে ‘দান’-এর আগে সম্’ এবং প্র’ – এই দুটি উপসর্গ যুক্ত হয়েছে। একইভাবে বিনির্মাণ শব্দে মান’-এর আগে বসেছে ‘বি এবং ‘নি উপসর্গ। উপসর্গের নিজের অর্থ নেই; কিন্তু নতুন নতুন অর্থবােধক শব্দ তৈরিতে উপসর্গ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্য বলা হয় – উপসর্গের অর্থ নেই, কিন্তু অর্থের দ্যোতনা তৈরি করার ক্ষমতা আছে। বাংলা ভাষায় অর্ধশতাধিক উপসর্গ রয়েছে।

উপসর্গের কাজ

নতুন শব্দ তৈরি করা উপসর্গের কাজ। যেমন – সম্+বাদ = সংবাদ, বিবাদ = বিবাদ। বাদ’ শব্দের সঙ্গে সম্’ এবং ‘বি’ উপসর্গ যােগ করে নতুন শব্দ সংবাদ’ ও ‘বিবাদ তৈরি হলাে। উপসর্গের আর একটি কাজ শব্দের অর্থ পরিবর্তন করা। যেমন – সুনজর = সুনজর (অর্থের সংকোচন); সম্পূর্ণ = সম্পূর্ণ (অর্থের সম্প্রসারণ); গর+হাজির = গরহাজির (বিপরীত অর্থ) ইত্যাদি। নিচে কয়েকটি সুপরিচিত উপসর্গের অর্থদ্যোতনা, সাধিত শব্দ ও বিশ্লেষণ দেখানাে হলাে।

১ নিচের কোনটি উপসর্গ যােগে গঠিত শব্দ?

ক. প্রবীণ

খ. ভিখারি

গ. বাবুয়ানা

ঘ. সেলাই

২. নিচের কোন শব্দে অপূর্ণ অর্থে ‘না’ উপসর্গ ব্যবহৃত হয়েছে?

ক. নাহক

খ. নাজুক

গ. নালায়েক

ঘ. নাদাবি

৩. ঈষৎ অর্থ প্রকাশ করছে কোন উপসর্গ যুক্ত শব্দটি?

ক. আখাম্বা

খ. উপকূল

গ. অনভিজ্ঞ

ঘ. আরক্ত

৫. নিচের কোনটি উপসর্গ?

ক. গুলাে

খ. উপ

গ. টা

ঘ. ও

৬. ‘পাতি’ উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়?

ক. ছােটো

খ. বিপরীত

গ. নিম্ন

ঘ. শূন্য

 

This article is written by :

Nahid Hasan Munna

University of Rajshahi

FOUNDER & CEO OF NAHID24

Follow him on FacebookInstagramYoutubeTwitterLinkedin

Leave a Comment