Biography of Nahid Hasan Munna || নাহিদ হাসান মুন্না এর জীবনবৃত্তান্ত

Nahid Hasan Munna
Founder and CEO, Nahid24
Teacher | Writer | Speaker | Digital Creator

Nahid Hasan Munna (Bengali: নাহিদ হাসান মুন্না) is a passionate educator, writer, founder and CEO of Nahid24. This is one of the largest online education platforms in Bangladesh. Every day he teaches more than 2 lakh students on YouTube and Facebook for free.

His reputation among academic and admission test students is now as a young writer who has brought a sense of novelty beyond writing. He was born on 18 October 2000 in Uttar Durakuti village of Kishoreganj Upazila of Nilphamari district. His father’s name is Md Monowarul Islam and his mother’s name is Bilkish Begum. He passed secondary from Kishoriganj M.L Model High School in Nilphamari district and higher secondary from Rangpur Border Guard Public School and College. Then He graduated from the Department of Information Science and Library Management, Rajshahi University. He loves to teach students. From that love, he founded the education-based online platform ‘Nahid24’ in 2016. With the help of this platform, information and lectures on various academic and other subjects are created and videos are made available to the people for free and thus Nahid Hasan Munna has made a huge contribution in making education easily available.

He also regularly creates numerous educational content on social media to help students develop career counseling and thinking. He is also the publisher of Nahid24 Publications which is a very popular name to hsc & admission students.

Nahid Hasan Munna’s books include ‘Bangla Magic, English Magic, GK Magic, ICT Magic, Written Magic, Model Test Magic, Bangla A +, English A +, etc.

Name:  Nahid Hasan Munna

Date of Birth: 18 october 2000

Place of Birth: Nilphamari, Bangladesh

Height: 1.75 meters

Education: BSS, Information Science & Library Management, University of Rajshahi

Occupation:  Writer, Publisher & CEO of Nahid24

Nahid Hasan Munna, নাহিদ হাসান মুন্না, Nahid Hasan, nahidwriter, Nahid24
Nahid Hasan Munna, নাহিদ হাসান মুন্না,

 

নাহিদ হাসান মুন্না

প্রতিষ্ঠাতা, Nahid24

বর্তমান লেখক সমাজে জনপ্রিয় এক নাম নাহিদ হাসান মুন্না। একাডেমিক ও ভর্তি পরীক্ষার শিক্ষার্থীদের মাঝে তাঁর পরিচিতি এখন গৎবাঁধা লেখার বাইরে নতুনত্বের আমেজ এনে দেওয়া তরুণ লেখক হিসেবে। ২০০০ সালের ১৮ অক্টোবর নীলফামারী জেলার কিশোরিগঞ্জ উপজেলার উত্তর দুরাকুটি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবা মোঃ মনোয়ারুল ইসলাম এবং মা বিলকিছ বেগম।

নীলফামরাী জেলার কিশোরীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে তিনি মাধ্যমিক এবং রংপুর বর্ডার গার্ড পাবলিক স্কুল এ্যান্ড কলেজ থেকে তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেন। অতঃপর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন্স সাইন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন।

তিনি ছাত্র-ছাত্রীদের শিক্ষাদান করতে প্রচন্ড ভালোবাসেন। সেই ভালোবাসা থেকেই তিনি ২০১৬ সালে প্রতিষ্ঠা করেন শিক্ষাভিত্তিক অনলাইন প্লাটফর্ম ‘Nahid24‘. এই প্লাটফর্মের সাহায্যে বিভিন্ন একাডেমিক ও অন্যান্য বিষয়ের উপর তথ্য ও লেকচার সমৃদ্ধ ভিডিও তৈরি করে বিনামূল্যে মানুষের কাছে পৌঁছে দেয়া হয় এবং এভাবে শিক্ষাকে সহজলভ্য করে তুলতে বিশাল অবদান রেখেছেন নাহিদ হাসান মুন্না।

এছাড়া তিনি প্রতিনিয়ত শিক্ষার্থীদের ক্যারিয়ার কাউন্সেলিং ও মনন বিকাশে সহায়ক অসংখ্য শিক্ষামূলক কনটেন্ট তৈরি করেন সোশ্যাল মিডিয়াগুলোতে। তাঁর নিজের হাতে গড়া Nahid24 Publications এখন শীর্ষদের কাতারে। বাংলাদেশের একাডেমিক ও ভর্তি সংক্রান্ত বইয়ের মধ্য থেকে Nahid24 Publications বই আলাদা করা যায় খুব সহজেই।

নাহিদ হাসান মুন্না এর বই সমগ্র এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘বাংলা ম্যাজিক, English Magic, GK Magic, ICT Magic, Written Magic, Model Test Magic, বাংলা এ+, English A+  ইত্যাদি।

নাম: নাহিদ হাসান মুন্না।

জন্ম তারিখ: ১৮ অক্টোবর, ২০০০

জন্মস্থান: নীলফামারী, বাংলাদেশ

উচ্চতা: 1.75 মিটার

শিক্ষা: বিএসএস, তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

পেশা: লেখক, প্রকাশক এবং প্রতিষ্ঠাতা (Nahid24) 

Leave a Comment