রাবিতে আসন ফাঁকা থাকা সত্ত্বেও ভর্তি হতে পারছে না ভর্তিচ্ছু শিক্ষার্থীরা || Nahid Hasan Munna

ছবিতে যে ছেলেটিকে দেখতে পারছেন তার নাম ‘মোঃ গোলাম রহমান শাওন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় A Unit এর গ্রুপ ৩ এ তার অবস্থান ১৩০৪। এখন পর্যন্ত ১৩০৩ পর্যন্ত চান্স পেয়েছে। কিন্তু A ইউনিটে এখনো ৮০ টি আসন এবং B ইউনিটে ১০ টি আসন ফাঁকা রয়েছে। এতগুলো ফাঁকা আসন থাকার পরেও নতুন করে মেধা তালিকা প্রকাশ করছে না। ছেলেটি আর কোথাও চান্স পায়নি। যদি রাবিতে এই ফাঁকা আসন পুরনের জন্য কোনো মেধা তালিকা না দেয় তাহলে ছেলেটির লেখাপড়া এখানেই শেষ হয়ে যাবে। এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম. তারেক নূর স্যারকে এবং ভিসি স্যারকে লিখিত আবেদন করা হয়েছে। রবিবার ভর্তি কমিটির মিটিং শেষ করে তারা বিষয়টি নিয়ে সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছে।

নাহিদ হাসান মুন্না,

বি. এস. এস (অনার্স),

রাজশাহী বিশ্ববিদ্যালয়,

FOUNDER & CEO OF NAHID24

Follow me on FacebookInstagramYoutubeTwitterLinkedin

Leave a Comment