রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০-২১ শিক্ষাবর্ষের অনেক ভর্তি পরীক্ষার অনেক সিট ফাঁকাই রয়েছে। এখন নতুন করে ভর্তি নেওয়া সম্ভব নয়। তাই একদল শিক্ষার্থী গত কয়েকদিন ধরে 2nd Time এর দাবী তুলে আসছিল। গতকাল প্রক্টর মোঃ তারেক নূর স্যার বলেছেন যে 2nd Time থাকার বিষয়টি নিয়ে অনেক শিক্ষকেরাই ভাবছেন এবং এ ব্যাপারে রাবি UGC কে চিঠি পাঠিয়েছে। আবার সিলেকশন পদ্ধতিও বাতিল হতে পারে। সিলেকশন পদ্ধতি থাকলে তা ৪৫ হাজার থেকে বৃদ্ধি করর ৫০/৬০ হাজারে করা হতে পারে।